সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজে অসন্তোষ কলকাতা হাইকোর্ট

 


টিপিএফ বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গে ভারত - বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার  কাজ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আজ রাজ্য ইতিবাচক পদক্ষেপের রিপোর্ট দেওয়ার বদলে ফের বক্তব্য জানাতে সময় চায়। এর আগেও রাজ্য এই বিষয়ে বক্তব্য জানাতে সময় চেয়েছিল। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী আদালতে বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ব্যাপারে ছাড়পত্র পাওয়ার পর কাঁটাতার দেওয়ার জন্য জমি কিনতে টাকাও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের থেকে এই নিয়ে কোন বক্তব্য জানা যাচ্ছে না।

Previous Post Next Post

نموذج الاتصال