টিপিএফ বাংলা ডেস্ক: জেডিইউ নেতা নীতিশ কুমার দশমবারের জন্য আজ বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আজ সকাল সাড়ে ১১টায় তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
বিজেপি নেতা সম্রাট চৌধুরী,বিজয় কুমার সিনহা,মঙ্গল পাণ্ডে, নীতিন নবীন এবং রামকৃপাল যাদব, নীতিশ কুমারের মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পাশাপাশি, জেডি(ইউ)-এর লেশী সিং, শ্রবণ কুমার, বিজেন্দ্র প্রসাদ যাদব, জামা খান এবং অশোক চৌধুরী শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্, জেপি নাড্ডা এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্য মন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
