About Us

                         আমাদের সম্পর্কে 

টিপিএফ বাংলা যাত্রা শুরু করেছিল ৩০'শে জানুয়ারি, ২০২৩। স্বাধীন দেশে টিপিএফ বাংলা মানুষদের সার্বিক উন্নয়নের পক্ষে। পক্ষপাতহীন মতামত, গঠনমূলক সমালোচনা, অদম্য সাহস ও আপসহীন মনোভাব যা টিপিএফ বাংলা'কে করে তুলেছে 'বাঙলার ভাষা'।

কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। আর এই পাঠকদের কাছ থেকেই 'টিপিএফ বাংলা' পেয়েছে তার প্রেরণা। তাঁরাই তো সংবাদপত্রের চালিকাশক্তি। রতিদিন সকালে শিক্ষিত প্রাপ্তবয়স্ক বাঙালি পড়েন ও ভিডিও সংবাদ দেখেন। 

আর এই পাঠককুল অসংখ্য বিজ্ঞাপনদাতার কাছে এক সত্যিকারের স্বর্ণখনি। যে-বিজ্ঞাপনদাতা বাজারে একটুখানি ভাগ পাওয়ার জন্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী। বিজ্ঞাপনদাতারা জানেন, পশ্চিমবঙ্গে সামগ্রী ও পরিষেবা বিপণন করতে গেলে টিপিএফ বাংলা অপরিহার্য।

www.tpfbangla.in বাংলা ভাষায় ভারতীয় নিউজ ওয়েবসাইট। পাঠকসংখ্যা এবং পেজভিউয়ে সর্বোচ্চ এই ওয়েবসাইটের মাসিক ভিউ বেশ উল্লেখযোগ্য। সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষণাত্মক খবর দেওয়ায় টিপিএফ বাংলা'র পাঠকসংখ্যা প্রতি মাসে ক্রমাগত বাড়ছে।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও টিপিএফ বাংলা রয়েছে। ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের এখনই ফলো করেন অগণিত মানুষ। এই সংখ্যাও প্রতিদিন বাড়ছে।


نموذج الاتصال