টিপিএফ বাংলা ডেস্ক: রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি মৃত ভোটারকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন আরও জানিয়েছে, এপর্যন্ত রাজ্যে ৭ কোটি ৬৫ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। এর মধ্যে ৬ কোটি ৪৫ লক্ষ ফর্ম ইতোমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন মোট ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত ভোটারকে শনাক্ত করা সম্ভব হয়। মৃত, নিখোঁজ, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে মোট ২৭ লক্ষ ৭১ হাজার ভোটার। এর মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬১ হাজার। ২ লক্ষ ৮৮ হাজার ভোটারকে স্থানান্তরিত বলে নথিভুক্ত করা হয়েছে। ভোটার তালিকায় দু জায়গায় নাম আছে, এমন ভোটারের সংখ্যা ৫৮ হাজার ১৬৪।
