পদ্মা ভাঙনে ভিটেহারা পরিবারগুলি পেতে চলেছে পুনর্বাসন

 


টিপিএফ বাংলা ডেস্ক: পদ্মা ভাঙনে ভিটেহারা পরিবারগুলি পেতে চলেছে পুনর্বাসন। মুর্শিদাবাদের  লালগোলার তারানগরের পদ্মা ভাঙনে ভিটেহারা পরিবারগুলি পুনর্বাসনের জন্য জমি পেতে চলেছেন। 

পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্তদ পরিবারগুলির তালিকা চূড়ান্ত এবং অনুমোদন করে লালগোলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সপ্তাহ খানেকের মধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে পাট্টা বিলি করে দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে জেলা প্রশাসন।


Previous Post Next Post

نموذج الاتصال