অতিরিক্ত ও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কৃষ্ণনগরে, SIR পরিস্থিতি খতিয়ে দেখলেন

 


টিপিএফ বাংলা ডেস্ক: নদীয়ার কৃষ্ণনগরে এসআইআর (SIR) পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে এসে পৌঁছালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বুধবার বেলা প্রায় এগারোটার সময় তাঁরা জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন।

জেলা শাসকের সঙ্গে এদিন বৈঠকে বসে SIR–এর অগ্রগতি সহ সার্বিক চিত্র খতিয়ে দেখেন দুই নির্বাচনী আধিকারিক। পাশাপাশি অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনসংক্রান্ত পরিস্থিতি সঠিক পথে এগোচ্ছে কিনা, তা যাচাই করতেই এই পরিদর্শন—এমনই প্রশাসনিক মহলের অনুমান।

Previous Post Next Post

نموذج الاتصال