প্রগনোসিস ২০২৫ - আগামীর চিকিৎসকদের সম্মাননা প্রদান এসআইও'র

 


নিজস্ব সংবাদদাতা | কলকাতা, টিপিএফ বাংলা: শনিবার বিকেল ৩টায় মৌলালী যুব কেন্দ্রে অনুষ্ঠিত হলো স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া (SIO) পশ্চিমবঙ্গের মেডিকেল ইউনিট আয়োজিত এক মহতী আয়োজন — “প্রগনোসিস ২০২৫” (PROGNOSIS 2025)। এ বছরের নবীন মেডিকেল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল — “Honouring the Healers” বা “চিকিৎসকদের সম্মাননা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইওর জাতীয় সম্পাদক ড. রোশন মোহিউদ্দিন ।তিনি তাঁর বক্তব্যে বলেন, “চিকিৎসা পেশা কেবল একটি কর্ম নয়, এটি মানবতার সেবার এক মহৎ আহ্বান। একজন চিকিৎসকের স্পর্শে শুধু শরীর নয়, মনও সুস্থ হয়।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —বিশিষ্ট অ্যানেসথেসিওলজিস্ট প্রফেসর ডা.মোহাম্মদ নাসরুল্লাহ শাহ, ডা.নিয়াজুদ্দিন হুসাইনী, ডা.ফাখরা মাসরূর, ড. সাবা তাজ এবং সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ও মেডিকেল ইউনিটের সদস্যগণ।

বক্তারা তরুণ চিকিৎসকদের উদ্দেশে বলেন, চিকিৎসা পেশা শুধু জীবিকা নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে এক বিশাল দায়িত্ব। একজন চিকিৎসকের নৈতিকতা, সততা ও সহানুভূতি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাঁরা নবীন চিকিৎসকদেরকে প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের রাজ্য সভাপতি ইমরান হোসেন সমাপ্তি ভাষণে ভবিষ্যৎ ডাক্তারদের ইসলামিক দৃষ্টিকোন থেকে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে নতুনভাবে উত্তীর্ণ চিকিৎসকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তাদের সাফল্যকে অভিনন্দন জানিয়ে অতিথিবৃন্দ চিকিৎসা ক্ষেত্রে নৈতিকতার চর্চা ও মানবিকতার বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসাহ, শ্রদ্ধা ও অনুপ্রেরণায় ভরা পরিবেশ। নবীন চিকিৎসকরা এই আয়োজনকে জীবনের এক স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে সমাজের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষাংশে অতিথি ও আয়োজকদের হাতে স্মারক প্রদান এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে এই মহতী প্রোগ্রামের সমাপ্তি ঘটে।

Previous Post Next Post

نموذج الاتصال