![]() |
| (প্রতীকী চিত্র) |
টিপিএফ বাংলা ডেস্ক: তুমুল উত্তেজনা কাকদ্বীপের সূর্যনগরে। কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ-পথ অবরোধ।
রাস্তা অবরোধমুক্ত করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে খবর। অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি, দাবি করল রাজ্য পুলিশ । উত্তেজনা সামাল দিতে মূর্তির বিসর্জনের উদ্যোগ পুলিশের। প্রিজন ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হল ভাঙা কালী মূর্তি ।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগরে এক কালীমন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেখানে প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। বুধবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকাবাসীরা জড়ো হয়ে লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এসে ভাঙা কালী প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না বলে খবর। বরং সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। ভাঙা কালীমূর্তি নিয়ে জাতীয় সড়কের ওপর বিক্ষোভকারীরা হাজির হন। দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে রাখেন।
খবরের সূত্র:abpআনন্দ

