টিপিএফ বাংলা ডেস্ক: বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় ১৫ জন সেনা কর্তাকে জেলে পাঠানো হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের ঢাকার সেনানিবাসের জেলে নিয়ে যাওয়া হয়।
কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর জানিয়েছেন যে এদিন সকাল ১০টা নাগাদ সেনা ওই সেনা আধিকারিকদের প্রিজন ভ্যানে তোলা হয়। সেনানিবাসের যে জেলে তাদের রাখা হবে সেখানে ইতিমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

