ভালোবাসার বন্ধনে ভ্রাতৃদ্বিতীয়া ভাইদের মঙ্গলকামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা

 


টিপিএফ বাংলা ডেস্ক: শুভ ভ্রাতৃদ্বিতীয়া। ভাইদের মঙ্গলকামনায় এবং সুস্বাস্হ্য ও সমৃদ্ধির লক্ষে বোনেরা ভাই-এর কপালে ফোঁটা দেবেন। এর আগে প্রতিপদ তিথিতেও কোথাও কোথাও ফোঁটা দেওয়ার রীতি অনুযায়ী ফোঁটা দিয়েছেন বোনেরা। 

      এদিকে, বাজারে শাকসব্জি বা মাছ – মাংসের দাম চড়া হলেও সাধ্যমতো আয়োজন করছেন বোনেরা। বিভিন্ন মিষ্টির দোকানে সকাল থেকেই  ভীড়। মিষ্টি প্রস্তুত কারকরাও ভাইফোঁটা উপলক্ষে অনবদ্য ও সুস্বাদু এবং ভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করেছেন। ফোঁটার পাশাপাশি শুভেচ্ছা বিনিময়ের সঙ্গেই চলবে উপহার বিনিময়ের পালা।


Previous Post Next Post

نموذج الاتصال