নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর, টিপিএফ বাংলা: কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী আরাধনায় কৃষ্ণনগরবাসী। জাঁকজমক ভাবেই কৃষ্ণনগর তার ঐতিহ্য ধরে রেখেছে। সেই ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী, ভক্তদের ‘বুড়িমা’।
চলতি বছর এই পুজো ২৫৩তম বর্ষে পা রেখেছে। এখানে মণ্ডপসজ্জা বা থিমের বাড়াবাড়ি নেই। পুজো উদ্যোক্তাদের ঘোষণা— এখানে ‘থিম’ই বুড়িমা। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে বুড়িমার কাছে কিছু চাইলে তিনি কাউকে ফেরান না।
পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ জানিয়েছেন, ১০ থেকে ১২ কেজি সোনার গয়নায় সেজেছে প্রতিমা। এই গয়না বছরের পর বছর ধরে দিয়ে ভক্তেরা। দেবীর কপালে রয়েছে বিভিন্ন আকারের সোনার টিপ, মাথায় সোনার মুকুট। গলায় সোনার চিক, চেন, মালা, নেকলেস এবং সীতাহার। দেবীর হাতে রয়েছে সোনার বালা, মানতাশা এবং জড়োয়ার গয়না। বুড়িমার পায়ের নূপুরও সোনা দিয়ে তৈরি। দেবীর বাহন সিংহকেও পরানো হয় সোনার মুকুট, গয়না। নবমীর সকাল থেকে বুড়িমার কাছে মনের ইচ্ছা জানিয়ে মানত করে যান হাজার হাজার ভক্ত। ইচ্ছাপূরণ হলে দেন সোনার গয়না।
