বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন ভারতীয় সমর্থকেরা

 


টিপিএফ বাংলা ডেস্ক: মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে  নভি মুম্বইয়ে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারতের সামনে কঠিন লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। অসাধ্যসাধন করল ভারত। সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠলেন হরমনপ্রীত কৌরেরা। 

নবি মুম্বইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ৩৩৮ রান করেছিল অস্ট্রেলিয়া। জেমাইমা রদ্রিগেজ়ের ১২৭ ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ রানে ভর করে সেই রান তাড়া করে জিতল ভারত। এক দিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়। রবিবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। আর বাকি মাত্র এক ম্যাচ। এখন থেকেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন ভারতীয় সমর্থকেরা।


Previous Post Next Post

نموذج الاتصال