মঙ্গলবার থেকে বাংলায় SIR শুরু, ঘোষণা নির্বাচন কমিশনের

 


টিপিএফ বাংলা ডেস্ক: মঙ্গলবার থেকে বাংলায় SIR শুরু, ঘোষণা নির্বাচন কমিশনের। ২৩ বছর পরে বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে। বাংলায় ঘোষণা হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর দিনক্ষণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর থেকে বাংলায় SIR শুরু। 

সোমবার বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে বাংলায় SIR-এর দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৩ বছর পরে বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে। এর আগে ২০০২ সালে SIR হয়েছে এ রাজ্যে। একই সঙ্গে আন্দামান ও নিকোবর, ছত্তিসগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে হবে এই দ্বিতীয় দফায় SIR।

সিইসি জ্ঞানেশ কুমার আরও বলেন, এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৫১ কোটি ভোটার রয়েছেন এবং এই কাজে ৫.৩৩ লক্ষ বুথ লেভেল অফিসার (BLO) এবং রাজনৈতিক দলগুলির মনোনীত ৭ লক্ষের বেশি বুথ লেভেল এজেন্ট (BLA) নিযুক্ত থাকবেন।


SIR-এর মূল বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক :-


 * ভোটার তালিকা হিমায়িত: আজ রাত থেকেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটার তালিকা 'হিমায়িত' (frozen) করা হবে।

 * গণনা ফর্ম বিতরণ: ২৮ অক্টোবর থেকে ভোটারদের কাছে তাঁদের সব তথ্য সম্বলিত একটি অনন্য গণনা ফর্ম (Enumeration Form) বিতরণ শুরু হবে।

 * কর্মকর্তাদের প্রশিক্ষণ: SIR-এর দ্বিতীয় পর্বের জন্য ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ মঙ্গলবার থেকে শুরু হবে।

 * রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক: সিইসি সব মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের আগামী দু'দিনের মধ্যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে SIR প্রক্রিয়া সম্পর্কে অবহিত করার নির্দেশ দিয়েছেন।

 * চূড়ান্ত তালিকা প্রকাশ: সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকায় থাকা অসঙ্গতি দূর করা, মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্যই এই নিবিড় সংশোধন প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আগামী নির্বাচনগুলিতে একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা ব্যবহার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


Previous Post Next Post

نموذج الاتصال