লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার দুই

 

টিপিএফ বাংলা ডেস্ক: লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার দুই।ফরাক্কা স্টেশন চত্বরে হাতবদলের আগে গ্রেফতার দুই অভিযুক্তকে গ্রেফতার করলো জিআরপি। অভিযুক্ত দুজনের নাম সুজিত দাস ও রবিউল সেখ। মুর্শিদাবাদের ফরাক্কায় জাল নোট গুলি দিল্লী পাচারের উদ্দেশ্যে হাত বদলের চেষ্টা বিফল করে ওই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে জিআরপি। 

ধৃতদের নাম সুজিত দাস (১৯), বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। অন্যজনের নাম  রবিউল সেখ (৩০), বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মহব্বতপুর এলাকায়। 

বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ফরাক্কার জিআরপি আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফরাক্কা স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুই যুবককের কাছে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে।


Previous Post Next Post

نموذج الاتصال