৩৯ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ উচ্চমাধ্যমিক সেমেস্টারের

 


টিপিএফ বাংলা ডেস্ক: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ করা হল। পরীক্ষা শেষ হওয়ার ৪৯ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে প্রথম হয়েছেন দু'জন - প্রীতম বল্লভ এবং আদিত্য নারাযণ জানা। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ। দু'জনেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পড়ুয়া। সাবজেক্ট কম্বিনেশনও এক। 

সবমিলিয়ে প্রথম দশে আছেন ৬৯ জন। তাঁদের মধ্যে তিনজন মেয়ে। ৬৬ জন ছেলে। এবছর সর্বোচ্চ পাসের হার। এবছর পাসের হার- ৯৩.৭২%, গত বছর ছিল- ৯০.৭৯%। পাসের হারে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা। পাসের হারে দ্বাদশ স্থানে কলকাতা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও নদীয়া। দুপুর ২ টো থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে তৃতীয় সেমেস্টারের ফলাফল। আর মার্কশিট বিতরণ করা হবে সংশ্লিষ্ট স্কুল থেকে।


Previous Post Next Post

نموذج الاتصال