একাদশ শ্রেণি পাশ ইউসুফ পাঠান, বাড়ি, গাড়ি মিলিয়ে কত সম্পত্তি ?


টিপিএফ বাংলা ডেস্ক: অধীর রঞ্জন চৌধুরীর গড় হিসেবেই পরিচিত বহরমপুর । ১৯৯৯ সাল থেকে মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রের সাংসদ তিনি । গত ৫ লোকসভা নির্বাচনে বহরমপুরে দাঁত ফোটাতে পারেনি বাম, তৃণমূল কেউই । ২০২৪-এর লোকসভা নির্বাচনে কী হবে, তার উত্তর মিলবে ৪ জুন । তবে,বহরমপুর কেন্দ্রে এবার ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল । ক্রিকেট জগতে জনপ্রিয় নাম ইউসুফ । এবার তিনি ভোট ময়দানে । বহরমপুরে জোরকদমে প্রচার চালাচ্ছেন । সম্প্রতি, ওই কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন তিনি । হলফনামায় ইউসুফ জানিয়েছেন, তিনি একাদশ শ্রেণি পাশ । জানেন প্রাক্তন ক্রিকেটারের সম্পত্তির পরিমাণ কত ?


স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৪৮ কোটি টাকার সম্পত্তি ইউসুফ পাঠানের । তার মধ্যে হাতে নগদ রয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৭৭ । ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিনিয়োগ, ডিপোজিট মিলিয়ে টাকার অঙ্ক ৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৩৯ । গয়না (সোনা,রুপো, হীরে) রয়েছে ২ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৮৬৮ । ৩৫ লাখ ৩০ হাজার ৬৩ টাকার গাড়ি রয়েছে তাঁর । জমি ও একাধিক ফ্ল্যাট মিলিয়ে টাকার অঙ্কের পরিমাণ ২১ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৩৫০ ।


ঋণ রয়েছে প্রায় ১২ কোটি । তার মধ্যে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের থেকে ২ কোটি ৯২ লক্ষ ২০ হাজার ৭০৮ টাকা ঋণ নিয়েছেন তিনি । কেনাকাটি বাবদ ৯ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ২৯৫ ঋণ রয়েছে তাঁর ।

Previous Post Next Post

نموذج الاتصال