টিপিএফ বাংলা ডেস্ক: বৃষ্টি এলেও এই তাপ দমাতে পারবে না, এমনটাই পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এতে গরম কমার কোনও গ্যারেন্টি নেই। উত্তর-পশ্চিম শুষ্ক বায়ুর প্রবাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহ।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় মঙ্গলবার বিকেলে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু তাতেও শুষ্ক থাকবে আবহাওয়া, বজায় থাকবে অস্বস্তি।
তবে এই তাপপ্রবাহ থেকে মঙ্গলবার রেহাই মিলবে হাওড়া এবং কলকাতার। কলকাতার আকাশ হালকা মেঘলা থাকবে। ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রাও। তবে এই স্বস্তির আশা না করাই ভাল সমগ্র দক্ষিণবঙ্গবাসীর।
