নদিয়ার করিমপুর ও আশপাশের বসন্ত উৎসব! ছবিতে দেখুন বসন্ত উৎসব

 

SOUL FEEL DANCE ACADEMY-এর বসন্ত উৎসব 

টিপিএফ বাংলা ডেস্ক: ছবিতে দেখুন বসন্ত উৎসব!

শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। পহেলা ফাল্গুন- জীবনকে রাঙিয়ে দেয়ার দিন। সত্যিই বসন্ত ধরা দেয় নানাভাবে। 

করিমপুর-১ সরকারী শিল্প প্রশিক্ষণ কেন্দ্র

আজ বসন্তের আগমনে কোকিলের কুহুতানে মুখরিত হবে শুধু শ্যামল সবুজ প্রান্তর নয়, এই শহর থেকে গঞ্জ।

আর শুকনো পাতারা ঝরে গিয়ে জন্ম নেবে কচি নতুন পাতার। সেই পত্রপল্লবে, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জ-বীথিকা আর ওই পাহাড়ে অরণ্যে বসন্ত আজ দেবে নবযৌবনের ডাক।

ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। 
করিমপুর-১ সরকারী শিল্প প্রশিক্ষণ কেন্দ্র
বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু। গাঁদা ফুলের রঙেই আজ সাজবে তরুণীরা। পরবে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গাঁদা ফুল, মাথায় টায়রা আর হাতে পরবে কাচের চুড়ি।

বেতাই কলেজে বসন্ত উৎসব

তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে নামবে বাংলার পথেঘাটে। বসন্ত মানেই- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা।
তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে আসবেন। 
SOUL FEEL DANCE ACADEMY-এর বসন্ত উৎসব 

‘এলো রে এলো রে এলো হোলি এলো রে, রঙে রঙে মনে প্রাণে রাঙা হল রে’

দোল এসেছে, এসেছে রাঙিয়ে দেওয়ার সময়। আকাশের নীলে নানা রঙ মিশে যাওয়ার দিনে নদিয়ার করিমপুর ও আশেপাশের একলায় মেতে উঠলো বসন্ত উৎসবে।



Previous Post Next Post

نموذج الاتصال