টিপিএফ বাংলা ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৩১
মার্চ অর্থাৎ রবিবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার
করবেন তিনি। সেখানকার ধুবুলিয়া মাঠে তাঁর জনসভা রয়েছে। এরপর ধীরে ধীরে রাজ্যের
অন্য জেলাতেও যাবেন তিনি।
অন্যদিকে, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া
মৈত্রকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খবর, আগামীকাল
অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে তাঁকে দেখা করতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত
মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
এভাবে কেন্দ্রীয়
তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করে কী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে পদ্ম ফুল ফুটবে? শুরু
হয়েছে রাজনৈতিক তর্জা।
Tags
রাজ্য
