টিপিএফ বাংলা ডেস্ক: শনিবার সকাল থেকে সন্ধে-রাত পর্যন্ত তৎপরতা দেখালো সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। দুয়ারে লোকসভা ভোট, আর এরই মাঝে এবারের তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভার প্রার্থী মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা। প্রথমে কলকাতা, পরে নদিয়ার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের কার্যালয়ে এবং সন্ধে রাতে করিমপুরের বাড়িতে যান সিবিআইয়ের প্রতিনিধি দল।
তালা ভেঙে করিমপুরের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। শনিবার সন্ধে-রাতে সিবিআইয়ের পাঁচ-ছয় জনের একটি প্রতিনিধি দল মহুয়া মৈত্রের করিমপুরের বাড়িতে ঢোকেন। বাইরে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন সকালে মহুয়ার কলকাতার বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, যে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়, সেটি মহুয়ার বাবার। দুপুরে নদিয়ার কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরীতলায় একটি বাড়ি ভাড়া নিয়ে সাংসদ কার্যালয় তৈরি করেন মহুয়া। সাংসদ হওয়ার পর সেখান থেকেই প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতেন। শনিবার দুপুরে সেই বাড়িতেই হানা দিল সিবিআই। সিবিআই সূত্রে জানা যায়, এরপরই করিমপুরে মহুয়ার ভাড়াবাড়িতে যাওয়ার পরিকল্পনা করেন গোয়েন্দারা।
২০১৯ সালে কৃষ্ণনগরের সাংসদ হওয়ার আগে করিমপুরের বিধায়ক ছিলেন মহুয়া মৈত্র। শনিবার সকালে সিবিআইয়ের একটি দল আলিপুরে 'রত্নাবলী' নামে একটি আবাসনে যান। 'টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন', ঘটনায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। এরপর সিবিআইয়ের তরফে মহুয়ার বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়।
