নিজস্ব সংবাদদাতা, টিপিএফ বাংলা, করিমপুর: পুলিশি অভিযানে উদ্ধার মাদকদ্রব্য। হোগলবেড়িয়ার বাউশমারী এলাকার ঘটনায় আটক দুই। নদীয়ার সীমান্তবর্তী এলাকা করিমপুর ও আশেপাশের এলাকাগুলি পুলিশি কড়া পাহারায় যে মুড়ে রাখা হয়েছে, তারই চিত্র উঠে এলো ফের মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায়। করিমপুর গোপালপুর ঘাটপাড়ার আকবর মণ্ডল ও জলঙ্গীর বিদুপুরের মিরাজুল একটি বস্তায় মাদকদ্রব্য গাঁজা নিয়ে যাচ্ছিলো।
গোপন সূত্রে খবর পেয়ে হোগলবেড়িয়ার বাউশমারী তেতুলতলা এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে পুলশি তল্লাশিতে উদ্ধার হয় ২৭ কেজি ৫০০ গ্রাম। ওই দুজন'কে আটক করেছে হোগলবেড়িয়া থানা পুলিশ। এসডিপিও শুভতোষ সরকার তেহটটো, করিমপুর আইসি মুহাম্মদ সিকান্দার আলম এবং হোগলবেড়িয়া থানার ওসি দীপঙ্কর মন্ডল সহ হোগলবেড়িয়া থানা পুলিশের কর্মীরা এই অভিযানে উপস্থিত ছিলেন।
Tags
রাজ্য
