জয়দীপ মৈত্র, টিপিএফ বাংলা, দক্ষিণ দিনাজপুর: দীপাবলির বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। ১২-ই নভেম্বর কালী পুজো! আলোর দেবীর আরাধনায় মাতবে আট থেকে আশি।
তার আগে চাহিদা বাড়ছে মোমবাতির। মোমবাতি কারখানাগুলিতেও এখন চরম ব্যস্ততা। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করছেন কর্মীরা। বৈদ্যুতিক টুনি বাল্বের রমরমায় মোমবাতির চাহিদা কম থাকলেও এবার বিক্রির আশায় বুক বেঁধেছে মোমবাতি প্রস্তুতকারকেরা। শুধুমাত্র এই মাসে প্রায় তিনগুন বেশি মোমবাতি বিক্রি হবে বলে আশাবাদী দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মোমবাতি প্রস্তুতকারকেরা।
এ নিয়ে এক মোমবাতি প্রস্তুতকারক বলেন, বর্তমানে বৈদ্যুতিক টুনি বাল্ব ছেড়ে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছে মানুষ। প্রাকৃতিক নিয়মে তৈরি মোমবাতি'র এবার একটু কদর বেড়েছে বলেই মনে হচ্ছে। জেলার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জেলা থেকেও অর্ডার এসেছে। স্বাভাবিক ভাবেই এবছর দীপাবলিতে মোমবাতি প্রস্তকারকদের হাতে লক্ষী লাভ হবে বলে আশাবাদী মোমবাতি প্রস্তুতকারক তেজস কুমার বসাক।
