জাল পাসপোর্ট তৈরি'র অভিযোগ: জেল হেফাজতে নদীয়ার চাকদহের বাসিন্দা ইন্দুভূষণ

 


টিপিএফ বাংলা ডেস্ক: বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জাল পাসপোর্ট তৈরি'র অভিযোগে জেল হেফাজতে নদীয়ার চাকদহের বাসিন্দা ইন্দুভূষণ হালদার।

পাসপোর্ট জালিয়াতি মামলায় চাকদহের বাসিন্দা ইন্দুভূষণ হালদারের ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। ইন্দুভূষণ স্থানীয় এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পাসপোর্ট তৈরি করার জন্য একটি সাইবার ক্যাফেতে জাল নথিপত্র তৈরি করতো বলে ইডি (ED) আদালতে জানিয়েছে। ওই সাইবার কাফের মালিক অভিযুক্তের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। আদালত আগামী ২৭শে অক্টোবর পর্যন্ত অভিযুক্তের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে।


Previous Post Next Post

نموذج الاتصال