রাজ্যের তৃতীয় দফার ভোট দুই মালদহ সহ ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে
টিপিএফ বাংলা ডেস্ক: ভোটের আগে বোমা উদ্ধার মুর্শিদাবাদে অশান্তির আশঙ্কা সেলিমের আশঙ্কা ওড়াল তৃণমূল। মঙ্গলবার রাজ্যের তৃতীয় দফার ভোটে সবার নজর মুর্শিদাবাদে। ভোট শুরুর আগেই অশান্তির আশঙ্কা করলেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে এই কেন্দ্রে অশান্তি পাকাতে পারে তৃণমূল কংগ্রেস। সিপিএম প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। যদিও ভোট শুরুর আগেই এই জেলার বেলডাঙা থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে। মহম্মদ সেলিমের অভিযোগ, পুলিশের গড়িমসিতে অভিযুক্ত পালিয়ে গিয়েছে।
রাজ্যের তৃতীয় দফার ভোটে দুই মালদহ সহ ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। চারটি কেন্দ্র মিলিয়ে মোট ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। এরমধ্যে অধিকাংশ বাহিনী থাকবে মুর্শিদাবাদে। সেলিমের পাল্টা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহেরের দাবি, মুর্শিদাবাদে যদি অশান্তি হয়, তার দায় নিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যার ৬০০। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ৪২২। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ৬৮ টি কোম্পানি কেন্দ্র বাহিনী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। প্রতিটি বুথে থাকবে এক জন করে রাজ্য পুলিশ।
সকাল সাতটা থেকে শুরু হবে ভোটের কাজ। ইতিমধ্যে বুথে চলে গিয়েছেন ভোট-কর্মী। বাংলার চারটি কেন্দ্রের পাশাপাশি মঙ্গলবার ভোট হবে দেশের ৯৩টি কেন্দ্রে। এরমধ্যে রয়েছে গান্ধীনগর। যেখানে বিজেপির হেভিওয়েট প্রার্থী অমিত শাহ।
