বাংলায় 'একলা চলো'-র ডাক তৃণমূল নেত্রীর


টিপিএফ বাংলা ডেস্ক: কংগ্রেস-সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।" তৃণমূল বাংলায় একাই লড়বে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সমর্থনে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে বিরোধীদের আক্রমণের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, "এখানে জোটই হয়নি। এখানে ঘোঁট হয়েছে। সিপিএম কংগ্রেস, বিজেপি একদিকে।"  


‘ইন্ডিয়া’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তিনি। কংগ্রেস, সিপিএমকে কার্যত পরামর্শও দিলেন, ‘‘দেশে একজোট হয়ে লড়াই করো, কিন্তু বাংলায় সে কথা ভেবো না।’’ রবিবার ধুবুলিয়ায় মহুয়া মৈত্রের হয়ে নির্বাচনী প্রচার সভা মঞ্চ থেকে এ কথাই মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁঝালো সুরে একের পর এক আক্রমণও শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে।


Previous Post Next Post

نموذج الاتصال