টিপিএফ বাংলা ডেস্ক: সংসদে ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল। তখন তাঁর পাশেই দাঁড়িয়েছিল তৃণমূল। লোকসভা নির্বাচনে আবার একই কেন্দ্র কৃষ্ণনগর থেকে মহুয়াকে প্রার্থী করেছে দল। তাঁর সেই কেন্দ্র থেকেই রবিবার ভোটের প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছু দিন আগে তিনি মাথায় চোট পেয়েছিলেন। রবিবার দেখা গেল, কপাল থেকে ব্যান্ডেজ সরেছে। ধুবুলিয়ার ৪০ ছুঁইছুঁই গরমেও চেনা মেজাজেই দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে।
আর সেই সভা মঞ্চ থেকে মহুয়া মৈত্রকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মমতা। জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘মহুয়াকে জেতাবেন। আপনারা জেতানোর পরেও ওকে তাড়িয়ে দিয়েছে। ওকে জেতালে ও যোগ্য জবাব দিতে পারবে। বিজেপির মুখোশ টেনে ছিঁড়ে দিতে পারবে।’’
