ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে

 


টিপিএফ বাংলা ডেস্ক: উত্তর আফগানিস্তানে গত রাতে ভয়াবহ ভূমিকম্পে দশজনের মৃত্যু হয়েছে। আহত ২৬০ জন। কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে দেশের উত্তর-পশ্চিম, মধ্য, পশ্চিম, উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।


ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অনেককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উজবেকিস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানেও মৃদু কম্পনের খবর মিলেছে।


Previous Post Next Post

نموذج الاتصال