নিজস্ব সংবাদদাতা, করিমপুর, টিপিএফ বাংলা: মাদকদ্রব্য গাঁজা উদ্ধার নদীয়ার সীমান্তবর্তী এলাকায়। ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত। সীমান্তবর্তী জেলা নদীয়ার মুরুটিয়া থানা এলাকার শীতলী বিলে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুরুটিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযান চলাকালীন ধৃত তিন সন্দেহভাজনের কাছে তল্লাশি চালিয়ে একটি বাদামী রঙের পলি পেপার দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট সহ তিনটি কালো রঙের ক্যারি ব্যাগে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার হয়। যার মোট ওজন ১৫ কেজি ২৭৯ গ্রাম। সেই সঙ্গে দুটি টোটো (ই-রিক্সা) এবং তিনটি মোবাইল ফোন সহ উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তেহট্ট আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
