জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় দ্বাদশ স্থান দখল জঙ্গিপুরের যুবকের

 

টিপিএফ বাংলা ডেস্ক: সামান্য রাজমিস্ত্রি ঘরের ছেলে হয়ে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় রাজ্যে দ্বাদশ স্থান দখল করে সকলকে তাক লাগালেন জঙ্গিপুরের যুবক। রঘুনাথগঞ্জ থানার ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মঙ্গলজোনের বাসিন্দা রাহুল শেখ। পিতা হাসিবুল শেখ পেশায় রাজমিস্ত্রি। মা সাধারণ এক গৃহবধূ। হাসিবুল সাহেব আর্থিক দূরবস্থার কারণে সেভাবে পড়াশোনা করার সুযোগ পাননি। কিন্তু ছেলেমেয়েদের মানুষ করতে হবে, এমনই স্বপ্ন দেখতেন তিনি। তাই প্রৌঢ়ত্বে পৌঁছেও ছেলেদের পড়ার খরচ জোগাতে এই বয়সেও কাজে যান তিনি। ইতিপূর্বে বার দু’য়েক ব্যর্থ হলেও অদম্য জেদ আর অধ্যবসায়ে তৃতীয়বারে সফল হন রাহুল। বাবার স্বপ্ন ও ছেলের অদম্য পরিশ্রমে এবার বিচারকের চেয়ারে বসতে চলেছেন ছাপোষা পরিবারের সন্তান রাহুল।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে রাজ্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২২ এর ফলাফল। রাজ্য ২৯ সফলের তালিকার দ্বাদশতম স্থান দখল করেছেন রাহুল। এই পরীক্ষায় জেলার একমাত্র সফল তিনিই। তিনি প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেবেন। রাহুল ২০১০ সালে বারালা রামদাস সেন হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। সেই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ভর্তি হন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মুর্শিদাবাদ ক্যাম্পাসে। বিএএলএলবি কোর্সে পড়াশোনা শুরু করেন তিনি। পড়াশোনার ফাঁকেই জুডিশিয়াল পরীক্ষার প্রস্তুতি শুরু করেন রাহুল। বছর চারেক আগে আইন নিয়ে স্নাতকোত্তর পাস করেন পঞ্জাবের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি পিএইচডি পাঠরত। 

রাহুলের বাবা হাসিবুল শেখ বলেন, অভাব ও টনটনের কারণে লেখাপড়ার সুযোগ পাইনি। চেয়েছিলাম ছেলেমেয়েরা লেখাপড়া করে মানুষ হোক। ওদের বলতাম, তোমরা পড়ে যাও আমি পাশে আছি। রাহুলের মা তানজিরা বিবিও ছেলেকে সব সময় পড়াশোনার জন্য উৎসাহিত করতেন।

Previous Post Next Post

نموذج الاتصال