ভোট আসে ভোট যায়, বদলায় না রোজনামচা

 


টিপিএফ বাংলা ডেস্ক: ভোট আসে ভোট যায় বদলায় না চালচিত্রের ছিটেফোঁটাও। সারাদিন কায়িক পরিশ্রম, সামান্য মজুরিতে নিজের সংসার, ছেলে-মেয়েদের দেখাশোনা করতে হয় তাদের। পরিযায়ী জীবনে ছোট ছোট ছেলেমেয়েদের সেই অর্থে নেই পড়াশোনা।সামান্য কাজের আশায় ঘর ছেড়ে বহু দূরে পাড়ি দেন তাঁরা। বেশ কয়েক মাস থেকে কাজ করে সামান্য কিছু সঞ্চয়ের অর্থ নিয়ে মাস খানিকের জন্য বাড়ি যান।


অধিকার থাকলেও কখনও তাঁরা ভোট দিতে পারেন না আবার কখনও ভোট দিতে পারেন না। কারণ তাঁরা থাকেন বাড়ি থেকে বেশ কয়েক হাজার কিলোমিটার দূরে। তাঁরা ইটভাটার শ্রমিক। তাঁরা শুধু জানেন তাঁর পরিশ্রম জোগাবে অর্থ, কষ্টার্জিত টাকায় চলবে সংসার।


নদীয়া-মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে ইটভাটায় কাজ করেন বহু মানুষ। এই শ্রমিকেরা আসেন মূলত বিহার, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্য থেকে। কেউ কেউ স্ত্রী, মা, ছেলেমেয়েদের নিয়ে এখানে আসেন। গরম, শীত কিংবা বর্ষাতে কোনওভাবেই ইটভাটার পাশে অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেয়। আজ এই ইটভাটায় কাজ করেন, তো কাল অন্যটায়। এ ভাবেই দিনের পর দিন, বছরের পর বছর দিন কাটে তাঁদের। দুয়ারে লোকসভা নির্বাচন ২০২৪। স্বাভাবিভাবে তাঁদের এলাকাতেও ভোট হবে। কেউ কেউ ভোট দিতেও যাবেন, কিন্তু বদলায় না তাঁদের দিনযাপনের ছবি। তাঁদের রোজনামচা।


Previous Post Next Post

نموذج الاتصال