টিপিএফ বাংলা ডেস্ক: প্রথম দফা ভোটের আগে লোকসভার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।প্রচারে ব্যস্ত তৃণমূল নেত্রী। তারই মধ্যে বুধবার কলকাতায় ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ইস্তেহার প্রকাশ করে তৃণমূলের দাবি নির্বাচন জিতে এলে বাংলা ও দেশ থেকে নির্মূল করা হবে অপশাসনকে। এর পাশাপাশি রয়েছে ১০০ দিনের কাজ এবং পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি। এছাড়াও বিনামূলে সব পরিবারকে ১০টি গ্যাস দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
প্রায় শুরু থেকে CAA বিরোধিতায় তৃণমূল। বুধবার অসমের শিলচরে নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের এই আইনকে কালা কানুন বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে আসলে এই আইনকে চিরতরে নির্মূল করা হবে বলেও দাবি করেছে বাংলার শাসক।
একইসঙ্গে জানানো হয়েছে আর দোকানে গিয়ে নয়, রেশন আসবে বাড়িতে। ভাতা বাড়বে পড়ুয়া, যুবদের। এদিন, রাজ্যেমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, ইন্ডিয়া জোটের মধ্যে থেকেই এবারের ভোটে বিজেপিকে হারাবে তৃণমূল কংগ্রেস।
